রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতিবিনিময় করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
রবিবার (২৭ অক্টোবর) বিকেলে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন ও বাইশাকান্দা ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও মতবিনিময় করেন। এছাড়াও গত কয়েকদিনে তিনি ধামরাই উপজেলার সদর ইউনিয়ন, ভাড়ারিয়া ইউনিয়ন ও কুল্লা ইউনিয়নে জনসংযোগ করেছেন।
নাজমুল হাসান অভি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ৫ আগস্ট জাতীয়তাবাদী শক্তিসহ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে ঘুরে দাঁড়ালেও এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে আওয়ামী লীগ ও তার দোসররা। লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই স্বেচ্ছাসেবক দলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। স্বেচ্ছাসেবক দল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেবে না। ধামরাইয়ের মাটিতে জাতীয়তাবাদী শক্তির পক্ষে যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ ভুইয়া, রাশেদুল ইসলাম রাশেদ, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক পারভেজ পাঠান, ইমরান হোসেন, ধামরাই থানা ছাত্রদল নেতা সায়েখ ইসলাম, পৌর ছাত্রদল নেতা সোহাগ দেওয়ান বাবু প্রমুখ।