রাজিউল হাসান পলাশ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর
আহমদ নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।
ধামরাই পৌরসভা চত্বরে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও তৃতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা মুক্তা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বেনজীর আহমদ তৃতীয়বারের মতো এমপি হয়েছেন। তিনি প্রতি নির্বাচনেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। ধামরাইবাসীর আশা বেনজীর আহমদ মন্ত্রী হবেন। বক্তব্যের পূর্বে এমপি বেনজীর আহমদকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ফুলেল শুভেচছা জানান।
প্রসঙ্গত, ঢাকা-২০ আসনের মোট ১৪৯ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩,৫৫,৯৮২ জন। এরমধ্যে মোট ভোট পড়েছে ১৬৫,০৭৩। নৌকা প্রতীকে মোট ৮৩ হাজার ৭০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বেনজীর আহমদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন পেয়েছেন ৫৪,৬১৩ ভোট, জাতীয় পার্টির (লাঙ্গল) খান মোহাম্মদ ইসরাফিল পেয়েছেন ১,২৭৯ ভোট, মুক্তিজোটের (ছড়ি) মো. আমিনুর রহমান ২৭৫ ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) একতারা প্রতীকে মো. মিনহাজ উদ্দিন ২৭৮ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) রেবেকা সুলতানা আম প্রতীকে ২১৪ ভোট পেয়েছেন। ৩,৪৬৯টি ভোট বাতিলের পর মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১৬১,৬০৪টি।