
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী (এফএইচ এসোসিয়েশন) ধামরাই এরিয়া প্রোগ্রাম অফিস এর উদ্যোগে বিনামূল্যে গরুর খাদ্য বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার কুল্লা ইউনিয়নে ২০০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৭৫ কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী (এফএইচ এসোসিয়েশন) ধামরাই এরিয়া প্রোগ্রাম অফিসের ম্যানেজার উজ্জল মন্ডলের সভাপতিত্বে এসকল গো-খাদ্য বিতরণ করা হয়।
উপকারভোগীরা জানান, ফুড ফর হাংরী সংস্থাটি আমাদের পাশে বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এতে আমরা অনেক উপকৃত হই।
এসময় উপকারভোগীদের উদ্দেশ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী (এফএইচ এসোসিয়েশন) ধামরাই এরিয়া প্রোগ্রাম অফিসের ম্যানেজার উজ্জল মন্ডল বলেন, স্বাস্থ্য শিক্ষা পুষ্টি ও ওয়াশ কর্মসূচি সহ অনগ্রসর এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এফ এইচ কাজ করে যাচ্ছেন।











