রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও পৌরসভাকে মাদক মুক্ত করার উদ্যোগ গ্রহন করেছে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা। এ জন্য তিনি বিভিন্ন সংগঠন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে সকলের সহযোগীতা কামনা করছেন।
এরই আলোকে সোমবার (২২ অক্টোবর ) রাত ৮ টায় হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের মিলনায়তন কক্ষে ধামরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সচেতন নাগরিক সমাজ ধামরাই, অঙ্কুর, নিরাপদ সড়ক চাই, স্কাউট, পৌরসভার নির্বাচিত পৌর কাউন্সিলর ও সাংবাদিকদের সঙ্গে ওসি দীপক চন্দ্র মতবিনিময় সভা করেছেন।এসময় সংগঠনসমূহের সদস্য, পৌর কাউন্সিলর ও সাংবাদিক সহ উপস্থিত সকলেই পৌর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রনে ওসিকে সকল প্রকার সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।
ওসি দীপক চন্দ্র বলেন সর্ব প্রথম পৌরসভাকে মাদকমুক্ত করব এরপর পুরো ধামরাই উপজেলা।আপনাদের সবাইকে নিয়ে টিম গঠন করা হবে সবাই পুলিশকে সহায়তা করবেন আমি কথা দিচ্ছি আপনারা তথ্য দেয়ার ১৫ মিনিটের মধ্যে ধামরাই পৌরসভার অভ্যন্তরে মাদকের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। পৌরসভার নয়টি ওয়ার্ডের কাউন্সিলর, সেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং নয়জন এস আই এর সমন্বয়ে গঠিত হবে মাদক নির্মুল টিম। এসময় মাদকসেবীদের পূনর্বাসনের বিষয়েও আলোচনা হয়।