নির্বাচন হচ্ছে বাংলাদেশ ও আওয়ামী লীগের মধ্যে। তবে বিজয় মাসে দেশবাসী ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশকে আবারও জয়যুক্ত করবে। মহান বিজয় দিবস উদযাপন ও আসন্ন সংসদ নির্বাচনের প্রচারনা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রোম মহানগর-অত্তাভিয়ানো শাখা আয়োজিত সভায় বক্তারা একথা বলেন।
রোম মহানগর বিএনপি, অত্তাভিয়ানো শাখার আহ্বায়ক জাহিদ হাসান (সালাউদ্দিন)‘র সভাপতিত্বে ও শামছুল আরিফিন জাবেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ূন কবির বলেন, সেদিনের ৭১‘র মত আবার ঝাপিয়ে পড়ে বিজয়ের মাসে বিএনপির জয়ের মধ্য দিয়ে দেশের বিজয়কে ছিনিয়ে আনতে হবে।
এছাড়াও সভার প্রধান বক্তা ও রোম মহানগর বিএনপির সাধারন সম্পাদক কাজী আবুল বাশার বলেন দেশের মানুষের মুক্তি আনতে হলে ধানের শীষকে জয় করতে হবে। আর ধানের শীষ বিজয় হলে মুক্ত হবে খালেদা জিয়া, তারেক রহমান এবং মানুষ ফিরে পাবে তার মৌলিক অধিকার।
সভার সভাপতি জাহিদ হাসান তার বক্তব্যে বলেন, ৩০ ডিসেম্বর ধানের শীষকে জয়যুক্ত করে দেশের মানুষ বাংলাদেশকে বিজয় করবে।
এসময় বিশেষ অতিথি ছিলেন, রোম মহানগর বিএনপির ১নং সদস্য শাহ আলম, সহ সাংগঠনিক সম্পাদক মামুন বেপারী, রোম মহানগর বিএনপি-অত্তাভিয়ানো শাখার যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, নূর হোসেন, তাজুল ইসলাম, শাহাদাত হোসেন ও বিল্লাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াসিম মিয়া, জহিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, কোরবান আলী, মোক্তার হোসেন, মিনার হোসেন, সালাহ উদ্দিন, আব্দুর রহমান, মো: কামাল, মিলন ও সুমন প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান আওয়ামী সরকার গনতন্ত্র ও মানবাধিকার হরন করেছে। এখনো সন্ত্রাসী হামলা ও বিএনপির প্রার্থীর উপর গুলি চালিয়ে গনতন্ত্রের বিজয়কে বাঁধাগ্রস্থ করছে। তবে দেশের মানুষ ভোটের মাধ্যমে এর জবাব দিবে।