মনির মোল্যা : ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুর) আসনে সাজেদা চৌধুরী পক্ষে নৌকায় ভোট চান জেলা শ্রমিকলীগের সহসভাপতি ও সাবেক এমপি সাইফুজ্জামান জুয়েল চৌধুরী।
মঙ্গলবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুর) আসনের নগরকান্দা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে নৌকায় ভোট চাইতে প্রচারণায় নামেন। এসময় তিনি পুরাপাড়া, মনোহরপুরসহ বেশ কয়েকটি পথ সভা, উঠোন বৈঠক ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন বিষয়ে মতবিনিময় করেন।
সাবেক এমপি সাইফুজ্জামান জুয়েল চৌধুরী বিভিন্ন কর্মসূচিতে বর্তমান সরকারের উন্নয়ন কাজের তথ্য তুলে ধরে তিনি বলেন, উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন, ‘নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, উন্নয়নের প্রতীক। দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ জন্য নৌকার বিজয় নিশ্চিত করার বিকল্প নেই।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সুভোল সাহা, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন নিলু, নগরকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা আ’ লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ হোসেন বকুল চৌধুরী, আওয়ামীলীগ নেতা এ এফ এম সিদ্দিকুল আলম বাবলু, এনায়েত চৌধুরী প্রমুখ।