মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পৌর মেয়র রায়হান উদ্দীন মিয়ার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা বেগম, আওয়ামী লীগ নেতা কাজী শাহ জামান বাবুল, এম.এন একাডেমীর সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুদ্দিন মিয়া, লস্করদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এএফএম ছিদ্দিকুল আলম বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন প্রমূখ।
এসময় প্রধান অতিথীর বক্তব্যে শাহদাব আকবার লাবু চৌধুরী বলেছেন, নৌকা মার্কায় ভোট দিন, দেশের উন্নয়নে অংশ নিন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের ব্যাপক উন্নয়ন হয়। বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উচু করে দাড়ায়। তাই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। নৌকা মার্কায় ভোট দিতে হবে।