মনির মোল্যা : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, ফরিদপুর ২-আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সংসদ উপনেতা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়নের অংশিদার হোন। আগামী ৩০ ডিসেম্বারে ব্যালটের মাধ্যমে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার উন্নয়ন করার সহযোগিতা করুন।
তিনি (২১ ডিসেম্বার ২০১৮) শুক্রবার সকাল ১১টায় ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর গ্রামের তার নিজ বাসভবন হামিদ মঞ্জিলে কেন্দ্র ভিত্তক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
এসময় অন্যদের মোধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী নাছিরুদ্দিন চৌধুরী, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব শফি উদ্দিন চৌধুরী, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুউজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার প্রমুখ।