কমিউনিটির সুস্থ প্রচারনার পাশাপাশি দূতাবাস এবং কমিউনিটির মধ্যে সেতুবন্ধনের কাজ করছে, ফ্রান্সের বাংলা গণমাধ্যম, প্যারিস বাংলা প্রেসক্লাব’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এ মন্তব্য করেন।
এ,কে,মামুন : দূতাবাস এবং কমিউনিটির মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে ফ্রান্সের বাংলা গণমাধ্যম প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত অভারভিলায় প্যারিস বাংলা প্রেসক্লাব’র উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এ মন্তব্য করেন।
প্রতিবছরের মতো এবারও প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির সম্মানার্থে এ ইফতার মাহফিলের আয়োজন করে। প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবুর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি কাজী ইমতিয়াজ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, ইউরোপিয়ান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, সাংবাদিক শামসুল ইসলাম, ফ্রান্স আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক দিলওয়ার হুসেন কয়েস, সহ যুগ্ন সাধারন সম্পাদক ফয়সল উদ্দিন, প্রেসক্লাবের সহ সভাপতি ফেরদৌস করিম আখন্জী সহ সভাপতি আব্দুল আজীজ, সহ সাধারন সম্পাদক আব্দুল আজীজ সেলিম, সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, দপ্তর সম্পাদক মো আবুল কালাম মামুন, সাংবাদিক জাকির হুসেন, সাংবাদিক মিজানুর রহমান , প্রচার সম্পাদক রেজাউল করিম, ধর্মিবিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা সহ অন্যান্যরা।
এ সময় রাষ্ট্রদূত কমিউনিটির ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার জন্য প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। একই সাথে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং এখানে বেড়ে উঠা নতুন প্রজন্মদের কাছে বাংলা কৃষ্টি,সংস্কৃতির বিষয় তুলে ধরে সংবাদ প্রচার ও প্রকাশের প্রতি গুরুত্বারোপ করেন।
পরে বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।