মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বাবুল শেখ (২০) ও হাবিবুর মুন্সী (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা বল্লভদি ইউনিয়নের দেউলীকান্দা বাজার থেকে উভয়কে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে সালথা থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশ সোমবার সকাল ১০ টার দিকে দেউলীকান্দা বাজারে অভিযান চালিয়ে যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের হান্নান শেখের ছেলে বাবুল শেখ (২০) কে ১০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। একই স্থান থেকে সকাল ১১ টার দিকে ফুলবাড়িয়া গ্রামের জিলু মুন্সীর ছেলে হাবিবুর রহমান (২১) কে ৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।