রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাই পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন বাসাবাড়িতে তীব্র গ্যাস সঙ্কট দেখা দিয়েছে। গত দুদিন ধরে গ্যাস সরবরাহ নেই বললেই চলে, আর এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। পৌর এলাকার অনেক স্থানে দিনে গ্যাস থাকে না। গভীর রাতে কিছুটা পাওয়া গেলেও তার পরিমাণ খুবই নগণ্য। আবাসিক এলাকায় এমন গ্যাস সংকট দেখা দেওয়ার ফলে অনেকেই রান্না করতে পারছে না। এ অবস্থায় অনেকেই মাটির চুলায় বা ইট দিয়ে তৈরি অস্থায়ী চুলায় রান্না করছেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উঠে এসেছে।
এদিকে গ্যাসের তীব্র সংকটের কারন জানতে চাইলে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানির আঞ্চলিক বিক্রয় কেন্দ্রের কর্মকর্তা সময়নিউজকে জানান, চাহিদা অনুযায়ী সরবরাহ কম হচ্ছে আর এজন্যই কলকারখানা ও আবাসিক এলাকাগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস বিতরণ করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে। গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে যে পার্থক্য এর জন্যই সমস্যাটা বেশি হচ্ছে। আমরা যে পরিমাণ গ্যাস পাই তা মোটামুটি সমান ভাবে সরবরাহের চেষ্টা করি।
ধামরাইয়ে বৈধ আবাসিক গ্যাস সংযোগের গ্রাহক সংখ্যা প্রায় ছয় হাজার। এ ছাড়া অর্ধশতাধিক ১৫০ পিএসআইজি হাইপ্রেশারের পাইপলাইন রয়েছে। গ্যাস সংকটে গ্রাহকদের হয়রানির শিকার হতে হচ্ছে। অনেকে রান্না করতে না পেরে রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাচ্ছেন। আবার কেউ কেউ হালকা খাবার খেয়ে দিন কাটাচ্ছেন। পুরো পৌরসভা সহ উপজেলার কয়েকটি এলাকায় এই গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় প্রভাবশালীদের দেওয়া অবৈধ সংযোগের কারণেই এ সঙ্কট সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বিভিন্ন সময়ে পৌর এলাকার বাসিন্দাগণ সরকারি বিভিন্ন দপ্তরসহ তিতাস কর্তৃপক্ষকে অভিযোগ জানালেও তাদের টনক নড়ছে না ।