ডেস্ক রিপোর্ট : সমাজকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব তাহসিন এম খান তার নিজ গ্রাম সিলেটের মোল্লারগাঁও ইউনিয়নের গুপসহরে উদীয়মান তরুণদের নিয়ে গঠিত ক্লাব অরুণোদয় যুব সংঘকে নিয়ে এক ব্যতিক্রমী সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ করেছেন।
তারা সেচ্ছায় রক্তদাতাদের একটি ডাটাবেজ তৈরি করার কার্যক্রম হাতে নিয়েছেন। ওই ডাটাবেজের সহায়তায় তারা রক্তের অভাব এ বিপদগ্রস্তদের সাহায্য করার কথা ভাবছেন।
এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গুপসহরের জালালাবাদ হাইস্কুলে রক্তের গ্রুপ শনাক্তকরণ ও সেচ্ছায় রক্তদাতাদের নাম লিপিবদ্ধকরণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
এ তাহসিন এম খান বলেন, এই চমৎকার আইডিয়াটির ক্রেডিট অরুণোদয়ের। আমি তাদের সাথে যুক্ত হয়ে ব্যাপারটাকে ত্বরান্বিত করতে তাদের সহায়তা করেছি মাত্র।
এই উদ্যোগকে সফল করতে দিনরাত যারা পরিশ্রম করে যাচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন- শফি, সামিল, নাসের, নাইম, নজরুল, মাহি, আশফাক, হাদি, হোসাইন, রেকি, সালমান, ফুয়াদ, আব্দুল্লাহ, সাকের প্রমুখ।