তথাকথিত সাংবাদিক ও স্বার্থনেষী মহল রাষ্ট্রদূত তথা দেশের সম্মানহানী করায় বরিশাল বিভাগ সমিতি ইতালীর আহ্বায়ক কামরুল আহসান মিন্টুর নিন্দা ও প্রতিবাদ।
ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারকে বরিশালের কোন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না-বলে সংবাদ প্রকাশ করায় নিন্দা প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিভাগ সমিতির আহ্বায়ক কামরুল আহসান মিন্টু।
১৩ মে রোববার এক বিবৃতিতে তিনি আরও বলেন, রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার ইতালী প্রবাসীদের পাশে দাঁড়িয়ে প্রসংশনীয় কাজ করে যাচ্ছে, যা শুধু বরিশালের সুনাম বৃদ্ধি করেছে। তথাকথিত সাংবাদিক বা যারা উদ্দেশ্য প্রনোদিত ভাবে তার সম্মান তথা দেশের সম্মানকে ছোট করার জন্য এ ধরণের সংবাদ ও মন্তব্য করবে এই বরিশাল বিভাগ সমিতি তার সমুচিত জবাব দেবে।
বিবৃতিতে স্বার্থান্বেষী একটি গ্রুপ রাষ্ট্রদূতের বিরুদ্ধে একধিকবার এ ধরণের হীন অপপ্রচার চালিয়েছে। আগামী দিনে বরিশাল বিভাগ এ ধরণের অপকর্ম সহ্য করবে না বলেও মিন্টু হুঁশিয়ার করে দেন।