রাজিউল হাসান পলাশঃ উৎসবমূখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই থেকে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বেনজীর আহমদ। বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ এর কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী-লীগের সভাপতি ও বর্তমান এমপি এম এ মালেক, জেলা আওয়ামী-লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এনামুল হক আইয়ুব, উপজেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সাকু, পৌর আওয়ামী-লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোয়াদ্দেস হোসেন, ঢাকা জেলা আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান অধ্যপক মিজানুর রহমান, ধামরাই ৬নং ওয়ার্ডের পৌর-কাউন্সিলর সাহেব আলী প্রমুখ।
এছাড়াও ঢাকা-২০ (ধামরাই) আসনে যারা দলীয় মনোনয়ন পত্র নিয়ে জমা দিলেন তারা হলেন, খান মোঃ ইসরাফিল খোকন ( জাতীয় পাটি এরশাদ), জামাল উদ্দিন আহমদ (গনফোরাম), মো. তমিজ উদ্দিন (বিএনপি), জিয়াউর রহমান(বিএনপি), সুলতানা আহমদ (বিএনপি), আব্দুল মান্নান (ইসলামী আন্দোলন), আব্দুল মান্নান (জেএসডি), আব্দুল মান্নান (স্বতন্ত্র) এবং জাকের পার্টির মো: নুরুল ইসলাম।