মনির মোল্যা : ৪৭ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ইভেন্টে ঢাকা বিভাগের রানার্সআপ হওয়ার নগরকান্দা উপজেলা সদরের ঐতিহ্যবাহী এম এন একাডেমী ফুটবল টিমের সকল খেলোয়ার, ম্যানেজার, কোচকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুর ১২ টায় এম এন একাডেমী ফুটবল টিম ঢাকা থেকে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে এসে পৌছালে তাদেরকে এম এন একাডেমী ও এলাকাবাসীর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেয়া হয়। এরপর এম এন একাডেমী চত্বরে এম এন একাডেমী ফুটবল টিমকে সংবর্ধনা দেয়া হয়।
এম একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগরকান্দা পৌরসভার মেয়র রায়হানউদ্দীন মিয়া, নগরকান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও এম এন একাডেমী ফুটবল টিমের ম্যানেজার শামচুল হুদা হুদু, এম এন একাডেমী ফুটবল টিমের কোচ ও এম এন একাডেমীর ক্রীড়া শিক্ষক আবু ইউনুস খান, ক্রীড়া সংগঠক এস এম ওমর আলী, হাসান রাহুল আল ফয়সাল, বেলায়েত হোসেন লিটন প্রমুখ। উল্লেখ্য যে এম এন একাডেমী ফুটবল টিম ফরিদপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় বিভাগীয় পর্যায়ে খেলতে যায়। ঢাকায় ১ম খেলায় গোপালগঞ্জকে ১-০ গোলে এরপর ২য় খেলায় ১-০ গোলে শরীয়তপুরকে পরাজিত করে সেমি ফাইনালে উঠে। সেমি ফাইনালে ঢাকা মহানগর চ্যাম্পিয়ন ধানমন্ডি রেসিডেন্সিয়াল স্কুলকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠে। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে গাজিপুর জয়লাভ করে আর এম এন একাডেমী রানার্স আপ হয়।