ঢাকা-আরিচা মহাসড়কে যানজট নিরসনে পুলিশের সাথে কাজ করছে “নিসচা”

রাজিউল হাসান পলাশ : আসন্ন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রাকে নিরাপদ ও রাস্তা যানজট মুক্ত রাখতে ঢাকা-আরিচা মহাসড়ক ও ধামরাই পৌরসভার ব্যস্ততম প্রধান সড়কগুলোতে ট্রাফিক পুলিশের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করছে ‘নিরাপদ সড়ক চাই’ ধামরাই উপজেলা শাখার ২০ সদস্যের দল।

২৬ রমজান থেকে ট্রাফিকের কাজ শুরু করেছে নিসচা তাদের এ কাজ চলবে ঈদের আগের দিন রাত পর্যন্ত। তারা রোদ-বৃষ্টি উপেক্ষা করে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা থেকে রাজশাহী, খুলনা, যশোরসহ পশ্চিম ও উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষদের অসহনীয় যানজটের কবল থেকে রক্ষার পাশাপাশি নিরাপদে সড়ক পারাপারের জন্য নিরলসভাবে সহায়তা করে যাচ্ছে।

নিসচা সভাপতি নাহিদ মিয়া ও সহ সভাপতি ইমরান হোসেন সময় নিউজকে জানান, ঈদে ঘরমুখো মানুষের ভ্রমণ নিরাপদ ও যানজটমুক্ত ও আনন্দদায়ক করতে আমাদের সংগঠনের ২০ সদস্য ঈদের আগেরদিন রাত ১০টা পর্যন্ত যানজট নিরসনে কাজ করে যাবে। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম বলেন, জনস্বার্থে তাদের এ ধরনের উদ্যোগ সর্বমহলে প্রশংসিত, উপজেলা প্রশাসন তাদের সর্বাত্মক সহযোগিতা করছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x