নিউজ ডেস্ক : ডেনমার্কের শোক দিবসের অনুষ্ঠানে আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।দফায় দফায় এই হামলা স্থানীয় পুলিশের হস্তক্ষেপে শান্ত হয়।
জানাযায় প্রতি বছরের ন্যায় বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বুধবার দূতাবাস ডেনমার্ক কমিউনিটির প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ করে।
বিকেলে ৫টায় বাংলা দর্পনের ডেনমার্ক প্রতিনিধি শাওন আহমদ দুতাবাসের অনুষ্ঠানে ছবি তুলতে গেলে ডেনমার্ক আওয়ামীলীগের অপরাংশের সভাপতি লিংকন মোল্লার লোকজন তার উপরে হামলা করে। এতে শাওন আহমদের মাথা ফেটে যায়।
সাথে সাথে দূতাবাসের হলরুমে উত্তেজনা দেখা দেয়। পরে ডেনমার্ক দূতাবাসের রাষ্ট্রদুত আব্দুল মুহিতের প্রচেষ্ঠায় পরিস্থিতি শান্ত হয়।
শুরু হয় দূতাবাসের নির্ধারিত অনুষ্ঠান। শোক দিবসের অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের নেতারা বক্তব্যো দেন। ডেনমার্ক আওয়ামীলীগের একাংশের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান তার বক্তব্যে শোকের মাসে দুতাবাসে এই অপ্রীতিকর ঘঠনার জন্য দায়ীদের ক্ষমা চাওয়ার প্রস্থাব করেন।
অনুষ্ঠান শেষে আপ্যায়ন পর্বে লিংকন মোল্লা মাহবুবুর রহমানের বক্তব্যের যৌতিকতা নিয়ে কথা কাঠাকাঠি শুরু করেন। এসময় দ্বিতীয় দফা উত্তেজনা দেখা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় লিংকন মোল্লার ধাক্কায় মাহবুবুর রহমান মাটিতে পড়ে যান।
সাথে সাথে ধাওয়া পাল্টা ধাওয়া থেকে শুরু হয় সংঘর্ষ আর চেয়ার ভাংচুর। তখন লিংকন মোল্লা মারাত্বক আহত হয়। সাথে সাথে দূতাবাস কতৃপক্ষ পুলিশকে ফোন করে। পরে পুলিশ এসে পরিস্থিত শান্ত করে।
এব্যাপারে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদুত আব্দুল মুহিত জানান, শোকের মাসে শোক দিবসের অনুষ্ঠানে এই অনাকাংক্ষিত ঘঠনায় দুঃখজনক।তিনি বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রনালয়ে কথা বলেছেন। সরকারের নির্দেশ মতো দূতাবাস এই ঘঠনার ব্যাপারে পদক্ষেপ নেবে।