ডেস্ক রিপোর্টঃ ইউরোপ প্রবাসী কাজী এনায়েত উল্লাহ একজন শিল্পপতি,ব্যবসায়ী হয়েও সমাজ সেবায় বিশেষ করে বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশির উন্নয়নে অনেক বছর ধরে কাজ করে যাচ্ছেন।ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাস করলেও তাঁর ব্যবসার গন্ডি ফ্রান্স ছাড়িয়ে ভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে। প্রবাসে উচ্চ শিক্ষিত এই ব্যক্তি বহু ভাষার দক্ষতা নিয়ে ইউরোপের বাইরেও ব্যাপক পরিচিত।ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন অলইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের(আয়েবা)মহাসচিব ছাড়াও তিনি ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। আয়েবার মধ্য দিয়ে জনাব এনায়েত উল্লাহ ইউরোপিয়ান পার্লামেন্ট ও ইউরোপিয়ান ইউনিয়নেও তিনি নিজেকে তুলে ধরার সুযোগ পেয়েছেন।
বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়েও রয়েছে তার ব্যাপক পরিচিতি। মিডিয়া বান্ধব এই প্রবাসী নাগরিককে বাংলাদেশের মূলধারার মিডিয়ার শীর্ষ ব্যক্তিরা তাঁকে ভালভাবেই জানেন। ইউরোপ প্রবাসী মূলধারার সাংবাদিকদের সাথেও জনাব এনায়েত উল্লাহর সুসম্পর্ক বিদ্যমান। জনাব এনায়েত উল্লাহ বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের আরও অংশগ্রহণ,বাংলাদেশে প্রবাসীদের বিনিয়োগ বৃদ্ধি,দেশ ও দেশের মানুষের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে ইতিমধ্যেই বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন । দীর্ঘদিনের পথচলায় জনাব এনায়েত উল্লাহ প্রবাসীদের কাছে একটি পরিচিত নাম।ফলে বাংলাদেশ সরকারের মন্ত্রী সভায় টেকনোক্রেট কোটায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে দেখতে চায় প্রবাসীরা। প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বলছেন,ঐ মন্ত্রনালয়ের দায়িত্ব জনাব কাজী এনায়েত উল্লাহকে দেয়া হলে তিনি সঠিক ভাবে তা পালন করতে পারবেন। কারণ প্রবাসীদের সমস্যার কথা তাঁর জানা আছে এবং তিনি তা সমাধানের পথ বের করতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজী এনায়েত উল্লাহকে টেকনোক্রেট কোটায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দাবিতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে প্রবাসীরা। অন্যান্য দেশের মতো ইতালি প্রবাসী বাংলাদেশিরাও একই দাবিতে সোচ্চার হয়েছে। তারা বলছেন,দলীয় রাজনীতিতে সক্রিয় না হলেও নিজের মেধা,শ্রম আর অর্থ ব্যয় করে যেভাবে প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন,তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে তিনি তা সঠিক ভাবে পালন করতে পারবেন বলে প্রবাসীদের বিশ্বাস।