মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী।
সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথার নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন উপস্থিত নেতাকর্মীরা।
এসময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান শরিফ, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, ইউপি কামরুজ্জামান সাহেব ফকির, মোস্তফা খানসহ শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।