টাঙ্গাইল জেলা সমিতি, ইতালীর বর্ণাঢ্য আয়োজনে প্রতিবছরের মত এবারও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন ২০১৮।
কর্মব্যস্তময় জীবনে প্রকৃতির ছোঁয়ায় সজিব করে তোলতে রোম শহর থেকে প্রায় ২১০ কিলোমিটার দূরে, ৩০০‘র অধিক অভিবাসী নিয়ে মনোরম পরিবেশ “লাগো দি ফিয়াস্ত্রা”য় অনুষ্ঠিত এই বনভোজন। ইউরোপে বিশেষ করে টাঙ্গাইল প্রবাসী বাংলাদেশীরা গ্রীষ্মকালের আনন্দকে উৎসবের মধ্য দিয়ে উপভোগ করে, তারই ধারাবাহিকতায় এবারের বনভোজনে টাঙ্গাইলের সম্মানীত মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন সহ রোমের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
আয়োজকরা বলেন, এবারের আয়োজনের পিছনে সংগঠনকে শক্তিশালী করার পরিকল্পনা ছিল। যা-তে করে এই সংগঠনের মধ্য দিয়ে প্রবাসে এবং দেশে বিশেষ অবদান রাখতে সক্ষম হয়।
টাঙ্গাইল জেলা সমিতি, ইতালীকে ঐক্যবদ্ধ কমিটি করার লক্ষ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল খান নজরুল, সকলের সমর্থনে প্রধান নির্বাচন কমিশনার মো: ইসমাইল হোসেন খানকে তার পদ থেকে অব্যহতি দিয়ে তাকে সভাপতি এবং এম.কে রহমান লিটনকে সিনিয়র সহ সভাপতি ও মুজিবুর রহমান মুজিব’কে সাধারন সম্পাদক করে টাঙ্গাইল জেলা সমিতি, ইতালীর আংশিক কমিটি ঘোষনা করেন।
এসময় সিদ্ধান্ত নেয়া হয় যে, দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করে, আগামী ২ বছর মেয়াদে এই কমিটির কার্যক্রম থাকবে। সময় অতিক্রম হওয়ার সাথে সাথেই এই কমিটির বিলুপ্ত হবে এবং আলোচনা সাপেক্ষে উপদেষ্ঠা মন্ডলী অথবা নীতি নির্ধারক কমিটি (যদি করা হয়) আরেকটি নতুন কমিটির করার লক্ষ্যে তারা সংগঠনের কার্য ক্ষমতা চালিয়ে যাবে।
এদিন সকাল থেকে সন্ধ্যা অবধি চলে বনভোজনের আনুষ্ঠানমালা। বনভোজনে মজাদার সব খাবার-দাবার ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন প্রবাসীরা। ছিল বনভোজনে অংশগ্রহণকারীদের মধ্যে র্যাফেল ড্র বিজয়ীদের আকষর্ণীয় পুরস্কার বিতরণ। এ বনভোজনে নারী-পুরুষ-শিশু-কিশোররা স্বচ্ছ নীল পানিতে গোসল সহ দিনভর আনন্দ উপভোগ করেন। বর্ণাঢ্য আয়োজনে মেতে ওঠা প্রবাসীদের অংশগ্রহনে যেন মিলন মেলায় পরিণত হয় এই বনভোজন।