রির্পোট রঞ্জু আহমেদ,সৌদি আরবের জেদ্দা বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ছে।
জেদ্দাস্থ হলিডেইন হোটেলে, সমিতির সাধারণ সম্পাদক আমির মোহাম্মদ ফিরোজের পরিচালনায়, ইফতারের আগে সিয়াম সাধনার উপর বয়ান রাখেন মাওলানা মোহাম্মদ মাশকুরুর রহমান, তিনি রোজার গুরুত্ব, ফজিলত সহ রোজা কায়েম করার বিষয়ে কুরান ও হাদিসের আলোকে বয়ান রাখেন।
পরে সংক্ষিপ্ত আলোচনার সভাপতিত্ব করেন,বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আক্কাস মিয়া। প্রধান অতিথি ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ,এম বোরহান উদ্দিন। উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,সমিতর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্জ আব্দুর রহমান,
নুর মোহাম্মদ ভুঁইয়া,শহিদ হোসেন পাটোয়ারী,সারতাজুল আলম দিপু, মামুনুর রশিদ,জাকির হোসেন সহ আর অনেকে।
বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতি, কেবল প্রবাসে নয়, স্বদেশেও সমাজ সেবায় বিশেষ ভূমিকা রাখছে উল্লেখ করে আলোচকগণ সমিতির প্রশংসা করেন। অতঃপরপ্রবাসী সমাজ এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।