সৌদি আরব বিএনপি সভাপতি আহমেদ আলী মুকিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। জাতীয়তাবাদকে বুকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার অতন্দ্র প্রহরী হিসেবে কোটি জনতার হৃদয়ে ঠাই করে নিয়েছে।
তিনি বলেন, গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন থাকায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। খালেদা জিয়া ও বিএনপি ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা বলে হুশিয়ারি দেন তিনি।
অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন, সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় সরকারকে চড়া মুল্য দিতে হবে।
বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সৌদিআরব কেন্দ্রীয় বিএনপি কতৃক আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপি’র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব কেন্দ্রীয় বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সৌদি আরব বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য টিপু সুলতানের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব কেন্দ্রীয় বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সৌদিআরব কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির আহ্বায়ক এম এ আজাদ চয়ন, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মান্নান, সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি’র সহ-সভাপতি সিআইপি কেফায়েত উল্লাহ্ চৌধুরী কিসমত, সাবেক কেন্দ্রীয় যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান, সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি’র সহ-সভাপতি সাইদুল ইসলাম সাঈদ, সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি সহ- সাধারণ সম্পাদক ইসমাইল আজাদ স্বপন, সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক রওশন জামিল শিপ, সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি সিআইপি হেলাল, সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম, সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক কোয়েজ আহমেদ, সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি সহ-সভাপতি আবুল বাশার, সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি’র অর্থ সম্পাদক নুরুল আফসার, সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি’র সহ-অর্থবিষয়ক সম্পাদক আনোয়ার জাহিদ, সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন, সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি’র সাইবার বিষয়ক সম্পাদক আলাউদ্দিন সি,টি,জি , সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর সরকার,সৌদি আরব পশ্চিমাঞ্চল যুবদলের সহ-সভাপতি ইমন ইসমাইল ,সৌদিআরব কেন্দ্রীয় বিএনপি’র সদস্য শেখ মোস্তাক আহমেদ সহ আরো উপস্থিত ছিলেন সৌদিআরব কেন্দ্রীয় বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।