রিপোর্ট রঞ্জু আহমেদ সৌদি আরব,
সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বিশ্বের সব ক্ষুদ্র জাতিসত্তার ভাষা ও সংস্কৃতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ,
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কনস্যুলেট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। কনস্যুলেট প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ বিভিন্ন আয়োজনে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপিত হয়।
শুক্রবার সকালে কনস্যুলেট প্রাঙ্গণে কনসাল জেনারেল ফয়সাল আহমেদ জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এ সময় কনস্যুলেটের কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে কনসাল জেনারেল মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। এসময় তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠীর ভাষা বিলুপ্তপ্রায় হয়ে পড়েছে। এসব ভাষাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে। এর জন্য সারাবিশ্বকেই এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দিবস পালনের সময় সৌদি আরবের আইন-কানুনের প্রতি যত্নশীল হওয়ার জন্যও জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান জানান ফয়সাল আহমেদ।
এর আগে, আলোচনা সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করা হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কনস্যুলেট এবং ওআই সিতে কর্মরত কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সিলর (শিক্ষা ও শ্রম) কে এম সালাহ্ উদ্দিন।
পরে কনস্যুলেট প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কনসাল জেনারেল ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের ফুল দেওয়ার পর শহীদ মিনারে ফুল দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সৌদিআরব ইউনিট কমান্ড , জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বাংলা শাখা) ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংরেজি শাখা)।
এছাড়া জেদ্দার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সৌদিআরব পশ্চিমাঞ্চল রিপোর্টার্স এসোসিয়েশনের সাংবাদিক বৃন্দ সহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
