রিপোর্টঃ রঞ্জু আহমেদ সৌদিআরব প্রতিনিধি,
জেদ্দা আওয়ামী পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল হলিডে ইন হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত সভায়, ইনভেস্টর প্রকৌশলী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে, ফ্রেন্ডস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক দেলোয়ার সরকারের ও ফজলুল কবির ভিকুর যৌথ পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন একেএম শাহজাহান কামাল এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মার্শেল কবির পান্নু। এছাড়াও ইফতার মাহফিলে জেদ্দাস্থ আওয়ামী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ ভিবিন্ন অঞ্চল কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতেও আওয়ামী লীগ সরকারকেই ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন, তাহলেই শেখ হাসিনার হাত ধরে বা়ংলাদেশ একটি উন্নতশীল দেশের তালিকায় যাবে বলে মন্তব্য করেন।