জালালাবাদ এসোসিয়েশন ইটালী, আজ মঙ্গলবার ১৪ই আগষ্ট ২০১৮ইং পূর্ব নির্ধারীত সময়সূচী অনুযায়ী সকাল ১১টার সময় ইটালীর পুলিশ সদর দপ্তর Gabinetto Via Genova তে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে জালালাবাদ এসোসিয়েশন ইটালীর সভাপতি অলিউদ্দিন শামীম ও সহসভাপতি মাহবুবুল কাদির ওয়েছ, দীর্ঘ দেড় ঘন্টা বৈঠক অনুষ্টিত হয়।
দীর্ঘ বৈঠকে উঠে আসে রোমে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন দিক বিশেষকরে তরপিনাত্তারা এলাকা বাংলাদেশী অত্যাষিত হওয়াতে বিশেষ গুরুত্ব পায় আলোচনায় প্রষাসনের পক্ষ থেকে জানানো হয় যেহেতু জালালাবাদ এসোসিয়েশন ইটালী তরপিনাত্তারা এলাকায় অফিস সেজন্য ঐ এলাকার স্থানীয় প্রষাসনের সাথে একযোগে কাজ করার জন্য,এবং প্রষাসনকে সহযোগিতা করে যুব সমাজকে সন্ত্রাস ও মাদকাশক্তি মুক্ত ও পরিষ্কার পরিচন্ন রাখতে জরুরী বার্তা প্রদান করে জালালাবাদের অগ্রনী ভুমিকা আশা করেন, উত্তরে জালালাবাদের সভাপতি অলিউদ্দিন শামীম, জানান জালালাবাদ শুধু ইটালীতে নয় আমরা বিশ্ব জুড়ে মানবতার কল্যানে কাজ করে আসছি তার প্রমান স্বরুপ ইটালীতে রেজিষ্টাটকৃত ৪০৮০ জালালাবাদের গঠনতন্ত্র বর্তমান কার্যকরী পরিষদ ও কিছু প্রামান্য চিত্র পুলিশের কাছে হস্তান্তর করেন, তাহা দেখে পুলিশের পক্ষ থেকে জালালাবাদের ভূয়সী প্রসংসা করে সাথে সাথে সভাপতির হাতে ২টি চিঠি তুলে দেন এবং বলেন আপনি আজই স্থানীয় পুলিশ ফাড়ি তরপিনাত্তারাতে এবং পরতা মাজরে পুলিশের কাছে আপনাদের পরিচিতি হস্থান্তর করেন আমরা সদর দপ্তর থেকে এক্ষনই ইলেক্ট্রনিক মিডিয়া ইমেইলের মাধ্যমে স্থানীয় প্রষাসনের কাছে বার্তা পৌছে দিব, পরিশেষে জালালাবাদের উত্তোরত্তর মঙ্গল কামনা করা হয়।