মনির মোল্যা : জাকের পার্টি ফরিদপুর সাংগঠণিক বিভাগের সাধারণ সম্পাদক, জেলা জাকের পার্টির সভাপতি ও তরুন সংগঠক মো. মশিউর রহমান জাদু মিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন- জাকের পার্টি হচ্ছে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) হুজুর কেবলাজানের ঘোষিত দল। ইসলামের মধ্যে যেমন খুন, মারামারী-হানাহানিসহ অসামাজিক কার্যক্রম নেই। তেমনি জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী কখনো খুন, মারামারী-হানাহানি ও রক্তের রাজনীতি পছন্দ করেন না। জাকের পার্টি দেশে শান্তির রাজনীতি করে।
বুধবার বিকালে একান্ত সাক্ষাৎকারে মশিউর রহমান জাদু মিয়া এ প্রতিনিধিকে এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাকের পার্টি শান্তির দল। এদলে কোন প্রকার অনৈতিক কর্মকান্ড নেই। জাকের পার্টি কখনও ক্ষমতার লোভে রাজনীতি করে না। জাকের পার্টি মানুষের শান্তির জন্য কাজ করে। মানুষকে সঠিক পথে আনার জন্য জাকের পার্টি সর্বক্ষণ কাজ করে যাবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি অংশগ্রহন করবে।