সরকারী সিদ্ধান্তে জনতা এক্সচেঞ্জ কোম্পানীর তিন দিনের বিনা কমিশনে রেমিটেন্স প্রেরণ কার্যক্রম শুরু।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৮ উপলক্ষে বিনা কমিশনে রেমিটেন্স প্রেরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন ইটালীস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। ১৮ তারিখ মঙ্গল বার জনতা এক্সচেঞ্জ কোম্পানীর রোমস্থ পিয়াচ্ছা ভিক্টোরিয়ার অফিসে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান সুসম্পন্ন হয়।
রাষ্ট্রদূত বৈধ পথে টাকা দেশে পাঠানোর জন্য সকল প্রবাসীদের আহ্বান করেন। তিনি বলেন” একমাত্র বৈধ পথে টাকা প্রেরণের মাধ্যমেই দেশের অর্থনীতিতে যেমন সেই প্রবাসীর ভূমিকা থাকে। পাশা পাশি দেশ ও দেশের মানুষের উন্নয়নের পথ ও ত্বরান্বিত হয়।”
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাস বান্ধব সরকার ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর এই তিন দিনের জন্য বিনা কমিশনে শুধু মাত্র জনতা এক্সচেঞ্জ কোম্পানীর মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর কার্যক্রম চালু করেছেন।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ও জনতা এক্সচেঞ্জ কোম্পানী র ডিরেক্টর মানস মিত্র, কাউন্সিলর এরফানুল হক, জনতা এক্সচেঞ্জ কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী হোসাইন। এই সময় জনতা এক্সচেঞ্জ কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী হোসাইন দেশের উন্নয়নের অগ্রগতি ধরে রাখার জন্য জনতা এক্সচেঞ্জ কোম্পানী র মাধ্যমে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন।
Subscribe
Login
0 Comments
Oldest