ফ্রান্সের প্যারিসে বাংলাদেশি অধ্যুষিত গার্দু নর্দ এর পরিচিত ব্যবসায়ী ও ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলি সুমন (শাহ আলম) কে দেখতে হাসপাতালে ছুটে যান আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ এনু। এ সময় তিনি দীর্ঘক্ষণ শাহ আলমের শয্যাপাশে বসেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
দুষ্কৃতিকারীদের হামলার শিকার শাহ আলম এ সময় আয়বা মহাসচিব কে সে দিনের ঘটনার সবিস্তারে বর্ণনা করেন।
এ সময় আয়েবা মহাসচিব বলেন, ফ্রান্সে দিনে দিনে যেভাবে এ ধরনের হামলা বেড়ে চলছে তা সত্যিই খুবই উদ্বেগজনক। খুব শিগ্রই ফরাসী উর্ধ্বতন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে আলোচনা করে দূতাবাস ও বাংলাদেশী কমিউনিটি নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য রোববার রাতে প্যারিসের গার্দু নর্দ এর নিজ ব্যবসা প্রতিষ্টানে ব্যবসায়ী নেতা শাহ আলম তার দোকানের পণ্য বিক্রি নিয়ে বাকবিতণ্ডার জের ধরে দুষ্কৃতিকারীদের হামলার হামলার শিকার হন।
হাসপাতালে আয়েবা মহাসচিবের সাথে বাংলাদেশী কমিউনিটি নেতা মিজান চৌধুরী মিন্টু উপস্থিত ছিলেন।
তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা আগের থেকে উন্নতির দিকে যাচ্ছে বলে জানা গেছে।