মিনহাজ হোসেন ইতালীঃ ইতালীস্হ নাপলি কাম্পানিয়ার বিশিষ্ট ব্যাবসায়ী সামাজিক ব্যক্তিত্ব সকলের পরিচিত মুখ মোঃ কবির মোড়ল গুরুতর অসুস্থ। তিনি গত ২৯আগস্ট বুধবার রোমে ব্যাবসায়িক কাজে আসলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি ভিত্তিতে রোমের সানজব্বানি হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হয়। তার অসুস্থতার কথা শুনে বঙ্গবন্ধুর ফেরিওয়ালা উপাধি প্রাপ্ত ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল তাকে দেখতে হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
এ সময় তিনি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং কবীর মোড়লের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। ডাক্তারের সাথে পরামর্শ করে তার অতি দ্রুত সুস্থতার জন্য আলোচনা করেন। জনাব কবির মোড়ল একজন মানবাধিকার কর্মী। সে মানুষের যে কোন সহযোগিতায় সব সময় এগিয়ে থাকতেন। তিনি রোগমুক্তির জন্য দেশ-বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে তিনি সাজোব্বানি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং কিছুটা সুস্থতা বোধ করছেন। জনাব হাসান ইকবাল কবির মোড়ল এর জন্য সকল ইতালী প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ্ যেন তাকে তাড়াতাড়ি সুস্হ করে পরিবারের কাছে ফিরে যেতে পারেন এবং তিনি জানান যতদিন পর্যন্ত মোঃ কবির মোড়ল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে থাকবেন ততদিন সার্বক্ষণিক সহযোগিতা ও পাশে থাকবেন বলে জানান তিনি ।
তিনি আরো জানান শুধু কবির মোড়ল ভাইয়ের পাশে নয় আমি সকল মানুষের দুর্দিনে ও সুখের দিনে পাশে আছি ও থাকবো ইনশাহআল্লাহ।