সবুজ খলিফা যিনি নিজের জীবন বাজি রেখে ২০১৫ সালে ইতালির রাজধানী রোমে ত্রেভেরে নদীতে আত্মহত্যার জন্য উদ্দেশ্যে ঝাপিয়ে পড়া ৫৫ বছর বয়সের ইহুদি নারীর জীবন বাঁচিয়ে, সবুজ দেশ-জাতি এবং লাল সবুজের পতাকা উজ্জ্বল করেছিলেন। সারা ইউরোপে সবুজ ইতালিয় মিডিয়ায় হৈচৈ ফেলে দিয়েছিলেন। রোমের প্রশাসন তাকে বীরের খেতাব দিয়েছিল। ইতালিয় সরকার পুরস্কার হিসাবে দিয়েছিলেন, দেশটিতে বৈধ ভাবে বসবাসের জন্য মানবিক ডকুমেন্ট।
তখন রোমের টিভি সাক্ষাৎকারে সবুজ বলেছিলেন, আল্লাহ মানুষের বিপদে এগিয়ে যেতে বলেছেন, তাই আমি বিপদগ্রস্ত নারীকে উদ্ধারের জন্য নদীতে ঝাপিয়ে পড়ি।
শরিয়তপুর জেলার নড়িয়া থানার সেই বীর সবুজ খলিফা গত ২২ নভেম্বর, ২০১৮ তারিখে মাত্র ৩৫ বছর বয়সে রোমের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘ দিন অসুস্থ হয়ে হাসপাতালে (Fate Bene Fratelli) চিকিৎসাধিন ছিলেন।
তার মৃত্যুতে ইতালী প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে, অনেকেই বিভিন্ন যোগাযোগ ও প্রচার মাধ্যমে দু:খ প্রকাশ করেন।