চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুর চরভদ্রাসন উপজেলার সদর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযাানে দুই ব্যাবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এ অভিযান পরিচালনা করেন।
পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার অংশ হিসেবে মঙ্গলবার দুপুর একটার দিকে বাজারের কাচামাল,চাউল,মাছ,মাংশের দোকান গুলোতে অভিযান চালান। এসময় তিনি মূল্য তালিকা না রাখার দায়ে দুই দোকানীকে ৫০০ টাকা করে ১০০০ টাকা জমিানা করেন। এছাড়া তিনি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পাটজাত ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক সরকারের এরুপ নির্দেশের ব্যাপারে সকল ব্যবসায়ীকে সজাগ করার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখার অনুরোধ করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক মাহাবুর রহমান,জেলা পাট উন্নয়ন অফিসার মো: লুৎফর রহমান, চরভদ্রাসন হাট বাজার বনিক সমিতির সভাপতি মো: শহিদুল ইসলাম ও চরভদ্রাসন থানা পুলিশ।
তবে ব্যাবসায়ীরা এ সময় তার কাছে অভিযোগ করেন প্রশাসন কর্তৃক নির্ধরিত মূল্যের চেয়ে অনেক মালামালই তাদের মোকাম থেকে বেশী দামে ক্রয় করতে হয়েছে। এ নিয়ে তারা বিপাকে পরেছে।