চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে মধ্য বি এস ডাঙ্গী গ্রামের বাসিন্দা মোসলেম মোল্যার সেজ ছেলে মো: সুমন(২২) নামে এক মানষিক ও বাক প্রতিবন্ধী যুবক গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে চরভদ্রাসন থানায় ২৭ আগষ্ট একটি নিখোজ ডায়েরী করা হয়েছে জিডি নং-৯১৭।
ডায়েরীর বর্ননা অনুযায়ী জানা যায় সুমনের উচ্চতা ৫ ফুট,গায়ের রং ফর্সা,মুখমন্ডল লম্বা, পরনে ছিল চেক ফুল হাতা শার্ট ও কালো রংয়ের ফুল প্যান্ট।সে গত ২৩ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে বাড়ী হতে বের হয়ে আর বাড়ী ফিরে যায়নি।তার হাতে একটি প্লাস্টিকের ব্যাগ ছিল এবং ময়লা আবজর্নার মধ্যে তার কাগজ খুটাখুটির অভ্যাস রয়েছে। কেউ সন্ধান পেলে ০১৭১১২৮১৬৩৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন সুমনের পিতা মোসলেম মোল্যা ।
চরভদ্রাসনে ৫ দিন ধরে এক মানষিক প্রতিবন্ধী নিখোজ
