বিশেষ প্রতিবেদক: ফরিদপুরের চরভদ্রাসনের সদর ইউনিয়নের হাজিডাঙ্গী গ্রামে স্বল্প দূরত্বের পাশাশি স্থানে স্বতন্ত্র সাংসদ ও আওয়ামীলীগের আহবান করা দুটি সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ শনিবার সকাল ৯ টা হতে সন্ধা ৭ টা পর্যন্ত এ আদেশ বলবদ থাকবে।
গতকাল শুক্রবার রাত ১০ টা হতে ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারির ঘোষনা দুটি মাইকের মাধ্যমে উপ জেলার বিভিন্ন স্থানে প্রচার করা হয়।
জানা যায় ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চেীধুরী নিক্সন হাজিডাঙ্গী স: প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার বিকেল ৩ টায় এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা তার অফিসিয়াল সফরের সূচীতে উল্লেখ করেন।
পাশাপাশি একই সময়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: কাউসার এর বাড়ীর উঠানে উপজেলা আওয়ামীলীগের পক্ষ হতে কর্মী সভার ঘোষনা দেওয়া হয়।
দুটি স্থানের দূরত্ব ১৫০ গজের মত বিধায় শৃঙ্খলা ভঙ্গের আসংখায় ১৪৪ ধারা জারি করে কোন প্রকার সভা সমাবেশ করতে নিষেধাজ্ঞা প্রদান করেন নির্বাহি ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার।
এ ব্যাপরে তিনি বলেন স্বল্প পরিসরে পাশাপাশি দুটি জনসভা ডাকায় একে অপরকে উস্কানী মূলক বক্তব্য প্রদান করতে পারে। যা হতে বিবাদ সৃষ্টি হয়ে শান্তি ভংগ হতে পারে। তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে।