এ এস কাজল চরভদ্রাসন: ফরিদপুরের চরভদ্রাসনে সড়ক দুর্ঘটনা এড়াতে নির্মিত গতি রোধকে নিজ উদ্যোগে রং করেছে স্থানীয় একদল তরুন।এ সময় উপস্থিত থেকে তাদের সার্বিক সহযোগিতা করেন চরভদ্রাসন থানার পরিদর্শক(তদন্ত) মো: শফিকুল ইসলাম।
ঐ উদ্যোমী তরুন দল বুধবার দিবাগত রাত ১১ টার পর হতে ২টা পর্যন্ত উপজেলার ৬ টি স্থানের ১০ গতিরোধকে রং করে।এর জন্য ব্যায়কৃত অর্থ তারা নিজেরাই বহন করেছে বলে জানায়।
এরা হলেন মো: ওয়াহিদুজ্জামান,মিজানুর রহমান,ইমরান হোসেন,আসাদুজ্জামান,মো: জুয়েল রানা,এমডি আবু নাঈম,নাজমুল ইসলাম,কাউসার হোসেন,শাহিনুর প্রমূখ।
মো: শফিকুল ইসলাম বলেন চরভদ্রাসনের বিভিন্ন সড়কে গতিরোধক থাকলেও রং করা ছিল না।ফলে নিজেই দূর্ঘটনার কারন হয়ে দাড়িয়েছিল। তরুনদের এ উদ্যোগ প্রসংশনীয়।তাদের সহযোগীতা করা আমার দায়িত্ব বলে মনে করি বলে আমিও তাদের সাথে কাজ করেছি।
পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি গতিরোধকে রং করা হবে বলে তারা জানায়।