এ.এস কাজল,বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সভা কক্ষে সোমবার বিকেল ৪টার দিকে মুক্তিযোদ্ধা,সাংবাদিক,জনপ্রতিনিধি,সরকারি কমকর্তা,গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সুধীজনদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা। গত ৮ নভেম্বর বৃহস্পতিবার তিনি চরভদ্রাসন উপজেলায় যোগদান করেন।
সভায় উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ন সমস্যা যেমন মাদক,বাল্যবিবাহ প্রতিরোধ,পাবলিক টয়লেট স্থাপন,বাজারের জানজট নিরোসন,পরিচ্ছন্নতা রক্ষার উপর মুক্ত আলোচনার পাশাপাশি আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও সুন্দর পরিবেশের মধ্যে সম্পন্ন করার লক্ষে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা চান তিনি।
এ সময় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউদ্দিন খালাশী,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান,আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়সাল হাসান শাওন,গাজিরটেক ইউপি সদস্য মো: শহীদ,মোঃ বোরহান মোল্যা, আওয়ামীলীগ নেতা কাশেম ফকির,উপজেলা মহিলালীগ নেত্রী রওশনারা,ছাত্রলীগ সভাপতি মোঃ বেলায়েত হোসেন রুবেল,সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান,সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন,মোঃ আবুল কালাম,আবদুস সবুর কাজল,মোঃমুস্তাফিজুর রহমান শিমুল,নাজমুল নীরব,মনির হোসেন পিন্টু,মোঃআফজাল হোসেন ও মোঃ আসলাম প্রমুখ।