চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে মঙ্গলবার রাত ৮ টার দিকে সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।
উপজেলার ফেরিঘাট যাবার পথে স্লুইচ গেট সংলগ্ন সড়কের পাশে বসবাসরত দরিদ্র ও চলমান রিক্সা ও অটো চালক সহ মোট ৫০ জনের হাতে একটি করে কম্বল তুলে দেন ইউএনও। এ বছর প্রথম পর্যায়ে সরকারী ত্রান তহবিল হতে ৪৩২ টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে দরিদ্র ও শিতার্তদের মাঝে বিতরন করা হবে বলে জানান তিনি।
এ সময় তার সাথে ছিলেন ইউএও কার্যালয়ের ষাট মুদ্রাক্ষরীক বিদ্যাধর মন্ডল,প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী মো কামাল হোসেন খান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।