চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে ২৬ জুন যথাযত ভাবে মাদকমুক্ত দিবসটি পালনের লক্ষে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছেন উপজেলা প্রশাসন। সে লক্ষে সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সন্মেলন কক্ষে মাদকমুক্ত দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস, প্রানী সম্পদ কর্মকর্তা দিবস রঞ্জন বাকচী, বন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন আহাম্মেদ ও মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন প্রমূখ।
জানা যায় একই দিন উপজেলা পরিষদ সভা কক্ষে মাদকমুক্ত ও মাদকাশক্ত পরিবারের ছবি অঙ্কন প্রতিযোগীতায় সরকারি ৩টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনী ও পঞ্চম শেনী থেকে মোট নয় জন শিক্ষার্থী অংশ নেয়। বিদ্যালয় তিনটি হচ্ছে বি.এস.ডাঙ্গী সরকারি প্রা:বি:,পূর্ব বি.এস.ডাঙ্গী সরকারি প্রা:বি: ও চরভদ্রাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক,সহকারি শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা প্রমুখ।