চরভদ্রাসনে মহান বিজয় দিবস ২০১৮ উদযাপন

চরভদ্রাসন প্রতিনিধি ঃ ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০১৮ উজ্জাপন করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে ঐ দিন রবিবার সূর্যোদয়ের পুর্বে উপজেলা স্বাধীনতা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়।

সকাল ৭:৩০মি: উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা’র নেতৃত্বে স্বাধীনতা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ ও চরভদ্রাসন থানা। এর পর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,প্রেসকাব,থানা আ’লীগ ও সহযোগী সংগঠন,থানা বি.এন.পি ও সহযোগী সংগঠন,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নানা শ্রেনী পেশার মানুষ।

দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে ১মিনিট নীরবতা পালন ও শহীদদের রুহ্হের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সকাল ৯ টায় চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন,সালাম গ্রহন ও পুলিশ,আনসার,রোভার স্কাউট,গার্লস ও বয় স্কাউটস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমন্বয়ে কুচকাউয়াজ ও নানা রকমের ডিসপ্লে প্রদর্শীত হয়।

অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও শিরিন সুলতানা। সেই সাথে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় খাবার পরিবেশন,মসজিদে বিশেষ মোনাজাত,বিকেলে ফুটবল প্রতিযোগিতা,রশি টানা টানি,ভলিবল প্রতিযেগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সারা দিন ব্যাপি নানা কর্মসুচি পালনের মধ্যে দিয়ে চরভদ্রাসন উপজেলায় পালিত হয় মহান বিজয় দিবস।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments