এ এস কাজল,ষ্টাফ রিপোর্টার: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিট হতেসন্ধা ৭টা পর্যন্ত বৃষ্টি সহ স্বরনকালের বজ্রপাতের ঘটনা ঘটে। এতে এক নারী ও ছয়টি গবাদী পশুর মৃত্যু সহ দুইজন আহত হয়।
উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমীর হোসেন খাঁন বলেন আব্দুল হাই খান হাটের পাশে বালিরটেক নামক স্থানে গোসল করতে গিয়ে জরিনা বেগম(৬০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। সে পশ্চিম চর শালিপুর গ্রামের নুরল হক বেদের স্ত্রী।
চরঝাউকান্দা ইউনিয়নের ইউপি সদস্য ফারুক হোসেন জানান বজ্রপাতে ২নং ওয়ার্ডের মোল্যাডাঙ্গী গ্রামের বদন মোল্যার ছেলে সুবান মোল্যার গোয়ালে বেধে রাখা পাচঁটি গবাদী পশুর চারটির মৃত্যু হয়।
এদিকে বিভিন্ন সূত্রে জানা যায় সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গি গ্রামে রান্না করতে গিয়ে শিরিন বেগম(৪০) ও বিএসডাঙ্গি গ্রামে মটরসাইকেল ঘড়ে তুলতে গিয়ে মাসুদ সেক(২২) আহত হয়েছে। পরে তাদের দুইজনকে পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।এছাড়া মাথা ভাঙ্গা গ্রামের যোগেষ শীলের ছেলে সিদ্ধিশ্বর শীলের দুটি গরু বজ্রপাতে মারা গিয়েছে।
Subscribe
Login
0 Comments
Oldest