চরভদ্রাসন প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে মহান বিজয় দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে রবিবার বার সকাল সারে ১১ টার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে উপজেলার ১৬৫জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ হতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা ও উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন।
পরে ইউএনও জেসমিন সুলতানা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন,ভাইস চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার,থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউদ্দিন খালাশী ও আবুল কালাম মাষ্টার,মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আনোয়ার আলী মোল্যা,মোঃ মোতালেব মোল্যা,মোঃ মিজানুর রহমান ও মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।