চরভদ্রাসন প্রতিনিধি : ফরিদপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক বাঙ্গালী খবর পত্রিকা এর ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে ২২জুলাই রবিবার বিকাল সারে ৫টায় চরভদ্রাসনে র্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাব এর সিনিয়র সহ সভাপতি আবদুস সবুর কাজল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার ও চরভদ্রাসন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মেবাহ উদ্দিন প্রমুখ।
পত্রিকাটির অগ্রযাত্রা ও সফলতা কামনা করে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন দৈনিক বাঙ্গালী খবরের উপজেলা প্রতিনিধি ও চরভদ্রাসন উপজেলা পেসক্লাবের সাধারন সম্পাদক মোঃমুস্তাফিজুর রহমান শিমুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক আব্দুল ওহাব মোল্যা, মোঃ লিয়াকত আলী লাভলু,মোঃ আফজাল হোসেন ও মোঃ উজ্জল হোসেন। ঐ দিন চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত,আলোচনা সভা,র্যালী ও কেক কেটে দৈনিক বাঙ্গালী খবরের ৫ম বর্ষে পদার্পন ২০১৮ পালন করা হয়। বক্তারা শুরুতেই দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার প্রকাশক ও নির্বাহী সম্পাদক মোঃবিল্লাল হোসেন,সম্পাদক মোঃসেলিম মোল্যা ও এর পৃষ্ঠপোষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পত্রিকাটির সার্বিক সফলতা কামনা করেন।