চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের পশ্চিম চর শালিপুর গ্রামে বজ্রপাতে সোহাগ মোল্যা(১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪ টা ৩০ মিনিটের দিকে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
সোহাগের প্রতিবেশী চাচা ফরিদ মোল্যা জানান তিনটার দিকে সোহাগ ও তার ছোট ভাই রোমান(৫) বাড়ীর সামনের খালে নৌকা নিয়ে দুয়ারী দিয়ে মাছ ধরতে যায়। বিকেল ৪ টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হয়। এ সময় সোহাগের পিতা সাঈদ মোল্যা ছেলেদের খুজতে বের হন। খালের কাছে গেলে রোমানের কাছে বজ্রপাতের কথা শুনে পানিতে ডুবে থাকা সোহাগের মৃত দেহ উদ্ধার করেন তার পিতা। বজ্রপাতে সোহাগের কোমরের নিচে বেশ কিছূ অংশ পুড়ে যায় বলে জানান ফরিদ।
চরভদ্রাসন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: কাউসার হোসেন ও চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান আমির হোসেন খান সোহাগের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তিন ভাইয়ের মধ্যে সোহাগ সবার বড়।