চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে গতকাল বৃস্পতিবার বিকেল তিনটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর উপজেলা পর্যাায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত এ খেলায় বালক দলে বিএস ডাঙ্গী মডেল স:প্রা: বিদ্যালয় ও বালিকা দলে চর অযোধ্যা স:প্রা: প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরুস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল হক,প্রধান শিক্ষক শিরীন সুলতানা,জালাল উদ্দীন প্রমূখ।
খেলায় বাঁশী প্রদান করেন বাহারুল উলূম দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো: নজরুল ইসলাম।
বিজয়ী দুই দল জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহন করবে বলে জানায় কর্তৃপক্ষ।
Subscribe
Login
0 Comments
Oldest