চরভদ্রাসন প্রতিনিধি: কয়েক দিন বিরতির পর সোমবার দুপর ১২টার দিকে ফরিদপুরের চরভদ্রাসনে পূনরায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী ও ফাজেল খার ডাঙ্গী সংযোগ স্থানে। শতাধিক পরিবার সহ ঝুকিতে রয়েছে মোল্যা ডাঙ্গী স: প্রা: বিদ্যালয়।
ভাঙ্গনের খবর পেয়ে উক্ত স্থানে গিয়ে দেখা যায় প্রায় ২৫০ মিটার জায়গা জুড়ে চলছে পদ্মার ভাঙ্গনের তান্ডব। দুই ঘন্টায় একটি বসত ভিটে সহ প্রায় ২ একর ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়।
কয়েক দিন আগে বাড়ী সড়িয়ে নেয় হারুন মোল্যা সে সময় তার বসত ভিটের একাংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়। আজ বাকি অংশটুকু নদীতে বিলীন হওয়ায় বাপ-দাদার শেষ সম্বল হারা হলো সে। এছাড়া রাজমিস্ত্রী কুব্বাতের বাড়ীর হতে মাত্র পাঁচ মিটার দূরেই চলছে পদ্মার তান্ডব। এখনও আশায় রয়েছে সে যদি ভাঙ্গন ফিরে যায়। ভাঙ্গন থেকে মাত্র ৩০ মিটার দূরে রয়েছে ক্ষুদ্র ব্যাবসায়ী মোশারফ হোসেনের ঘর তিনি বলেন এর আগে শুনলাম বালির বস্তা ফেলবো এখানে। কিছু তো হলো না। আমরা সাহায্য চাই না আমাদের ভাঙ্গন ফেরানোর ব্যাবস্থা করা হোক।এছাড়া ভাঙ্গন এলাকা থেকে ৩ শত মিটার দূরে রয়েছে মোল্যা ডাঙ্গী স: প্রা: বিদ্যালয়।
ভাঙন প্রতিরোধ ও ডাম্পিং এর বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ বলেন চরভদ্রাসনের ভাঙনের ব্যাপারে আমরা সজাগ রয়েছি। বালিয়া ডাঙ্গী ও ফাজেল খার ডাঙ্গী গ্রামে ৪/৫ দিনের মধ্যে অস্থায়ী ভাবে কাজ শুরু করতে পারবো বলে আশা করি।