এ এস কাজল, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে সোমবার বেলা ১১ টার দিকে ফলদ বৃক্ষ মেলা ও রোপন পক্ষ-২০১৮ অনুষ্ঠান উপলক্ষে উপজেলা পরিষদ হতে এক বর্নাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
র্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে ফলদ বৃক্ষ রোপন সহ ও উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর চরভদ্রাসন কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী এক বৃক্ষ মেলার উদ্ভেধন করেন তিনি।
এছাড়া “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা,ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে উপজেলা নির্বহী অফিসার কামরুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অংশ নেন সাংসদ নিক্সন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উপ পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী,চরভদ্রসন স: কলেজের অধ্যক্ষ প্রফেসর বিল্লাল হোসেন,উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমিন,ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন,তানজিনা আক্তার।
তিন দিনব্যাপী এ মেলায় বিনামূল্যে ফলদ বৃক্ষ বিতরন করার পাশাপাশি বৃক্ষ রোপনে সকল শ্রেনী পেশার মানুষকে উদ্বুদ্ধ করা হবে বলে জানান কৃষি অফিসার মো: জাহিদুল ইসলাম বিশ্বাস।