বিশেষ প্রতিনিধি: ফদিপুরের চরভদ্রাসনে নির্বাচনের পরের দিন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রতিবাদে সভা করেছে আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।বুধবার বেলা এগারোটার দিকে উপজেলা আ’লীগের জেষ্ঠ সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আজাদ খানের বাড়ীর উঠানে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর পরাজয়ের পর তার সমর্থকদের দোকান ভাংচুর ও নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ আনা হয় বিজয়ী সতন্ত্র সাংসদ এর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা কর্মীরা তাদের অসুবিধা ও কষ্টের কথা বর্ননা করা সহ নির্বাচনে পরাজয়ের বিভিন্ন দিক তুলে ধরেন দলের জেষ্ঠ নেতাদের কাছে। তারা বলেন নৌকায় ভোট দিয়েছি মাইর খাওয়ার জন্য নয়। স্বাভাবিক ভাবে চলাচলের যেন কেউ অন্তরায় না হয় সে সহযোগিতার দাবী জানান।
তাদের সকলকে আস্বস্ত করে আজাদ খান বলেন শেষ সময় পর্যন্ত আপনাদের সাথে থাকবো। তিনি ধৈর্য ধারন করে সকলকে এক সাথে থেকে সময়ের মোকাবিলার পাশাপাশি সহিংস কোন ঘটনা না ঘটাতে অনুরোধ করেন তিনি।
আজাদ খানের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আলীগের সহ সভাপতি জহিরুল ইসলাম,শফিউদ্দীন খালশী,যুগ্ম সাধারন সম্পাদক মো. মোস্তফা,শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফয়সাল হোসান শাওন সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।