চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে অব্যাহত নদী ভাঙ্গনে বসত বিটে হারা হয়েছে আরো বারো পরিবার। এরা সকলেই সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী ও ফাজেলখার ডাঙ্গী গ্রামের নদী পারের বাসিন্দা। ভাঙ্গনের ফলে যে কোন মূহুর্তে নদী গর্ভে বিলীন হতে পারে ফাজেল খার ডাঙ্গী সরকারী প্রা:বিদ্যালয়।
গত দুদিনের অব্যাহত ভাঙ্গনে বালিয়া ডাঙ্গী গ্রামের পাঞ্জু ব্যাপারী,সিরাজ মন্ডল,বারেক খান,আয়নাল খান,মোকলেস খান,জয়নাল খান,মনোয়ারা বেগম,ফাজেল খার ডাঙ্গীর মরিয়ম বেগম,ওয়াহেদ খান,আলামিন খান,শাহ আলম খান,সুজাত খান তাদের বসত ভিটে সরিয়ে নিয়েছে। তাদের বেশির ভাগই আক্ষেপ করে বলে এই বিপদের সময় দুই একজন শুধু এসে দেখে গেল পাশে দাড়ালো না। ভ্যান চালক আয়নাল বলেন কামাই রোজগার বন্দ বাড়ী সরানোর মিস্ত্রির টাকা টাও বাকি রাখতেছি। ভিটা বাড়ী হারাইয়া বেড়ী বান্দে আশ্রয় নিছি। কেউ পাশে থাকলো না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করা হয়েছে। দুএক দিনের দিনের মধ্যে তাদের সহায়তা করা হবে।
এদিকে তীব্র ভাঙ্গনে চরম ঝুকিতে রয়েছে ফাজেল খার ডাঙ্গী সরকারী প্রা: বিদ্যালয়। মাত্র পনের মিটার দূরত্বে রয়েছে উক্ত বিদ্যালয়টি। সরকারী সম্পদটি রক্ষায় প্রশাসনের সহযোগীতা কামনা করে স্থানীয়রা।
অবশ্য মঙ্গলবার বিকেলে বালিয়া ডাঙ্গী ও ফাজেল খার ডাঙ্গীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে নদী ভাঙনের ভয়াবহতা পর্যবেক্ষন করেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী(নিক্সন)। এ সময় ক্ষতিগ্রস্থদের খোজ খবর নেওয়ার পাশাপশি সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী ও ফাজেল খার ডাঙ্গী ভাঙনের তীব্রতা দেখে যত দ্রুত সম্ভব ভাঙন রোধে ব্যাবস্থা গ্রহনের প্রতিশ্রুতি দেন তিনি।