চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনের সদর ইউনিয়নে গত ৪ জুন শনিবার হতে চারদিন দিন ধরে চলছে বিরামহীন নদী ভাঙ্গন। হঠাৎ পানিবৃদ্ধি ও তীব্র শ্রোতের কারনে এ ভাঙ্গন দেখা দিয়েছে বলে স্থানীয়দের ধারনা। এতে বসত ভিটে হারা হয়েছে ১৪ পরিবার। চরম হুমকির মুখে রয়েছে তিনটি বিদ্যালয় ও একটি নির্মানাধীন কমিউনিটি ক্লিনিক।
অব্যাহত নদী ভাঙ্গনে সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী ও ফাজেল খার ডাঙ্গী গ্রামের গ্রামের রাজ্জাক মোল্যা,হানিফ মোল্যা,ইসাহাক মোল্যা,সিদ্দীক মোল্যা,জয়নাল মোল্যা,মনসুর মোল্যা,আলমগীর শিকদার,আলামীন শিকদার মোশারফ খান,শেখ ইউসুফ,শেখ রাজ্জাক,শেখ লুৎফর,শেখ কুব্বাত ও কামাল খান তাদের বসতি অন্যত্র সড়িয়ে নিয়েছে।
এছাড়া ফাজেল খার ডাঙ্গী সরকারী প্রা:বিদ্যালয় থেকে মাত্র ৪ মিটার,বালিয়া ডাঙ্গী স: প্রা: বিদ্যালয় কাম বন্যা আশ্রায়ন কেন্দ্র হতে ৪০ মিটার,৩০ লক্ষ টাকা ব্যায়ে নির্মানাধীন একটি কমিউনিটি কিনিক হতে ৫০ মিটার ও মোল্যা ডাঙ্গী স: প্রা:বিদ্যালয় হতে ১২০ মিটার দূরে রয়েছে ভাঙ্গন রত পদ্মা নদী।
এ বিষয়ে বিষয়ে পাউবো নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ বলেন ভাঙ্গন রোধে বালিয়া ডাঙ্গী ও ফাজেল খার ডাঙ্গী গ্রামে আমাদের কাজ চলছে। এছাড়া স্থায়ী ভাবে বাধ নির্মানের লক্ষে ২৯৩ কোটি টাকার প্রকল্প আজ একনেক বৈঠকে অনুমোদন হয়েছে ।