বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে গত দশ দিনের নদী ভাঙ্গনে গৃহহারা ৩৬ টি পরিবারে জুটেনি কোন সরকারী সাহায্য। চরম দূর্ভোগের মধ্যে দিন পার করছে ভূক্তভুগী পরিবারগুলো। বসত ভিটে হারিয়ে কেউ সরকারী রাস্তায় কেউ আশ্রয় নিয়েছে আত্বীয়ের বাড়ী। মানবেতর জীবনযাপন করছে তারা।
গত ০৭/০৭/২০১৮ হতে ১৩/০৭/২০১৮ পর্যন্ত ২৬ টি পরিবার নদী ভাঙ্গনের কবলে পরে গৃহহীন হয়ে পরে এবং ১৪ তারিখ শনিবার দিবাগত রাত ৪ টা হতে ৬টা পর্যন্ত এমপি ডাঙ্গী সরকারী প্রা: বিদ্যালয়ের ১৫ মিটার উত্তর পূর্ব অংশের নদী বেষ্টিত এলাকায় প্রায় ৪০০ মিটার জায়গা জুড়ে ব্যাপক ভাঙ্গনের ফলে বসত ভিটে সহ প্রায় ৫ একর ফসলী জমি ও শতাধিক গাছপালা বিলীন হয়ে যায়।গৃহহীন হয়ে পরে ১০ টি পরিবার।
চরম হুমকির মুখে রয়েছে এলজিইডির চরভদ্রাসন-ফরিদপুর সংযোগ সড়ক, মূল্যবান সরকারী মেহগনি গাছ সহ এমপি ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালের মূল ভবন,১৫ লক্ষ ১২ হাজার টাকা ব্যায়ে নির্মানাধীন আনুভুমিক সম্প্রসারন ঘর,এমপি ডাঙ্গী মাদ্রাসা। অবশ্য ভাঙ্গনের খবর পেয়ে রবিবার সকাল হতে পাউবো বালুর বস্তা ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে সরকারী কোন সহায়তা না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করে ক্ষতিগ্রস্তরা। চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খানের সাথে কথা বলে জানা যায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের তালিকা উপজেলায় জমা দেওয়া হলেও এখনও পযর্ন্ত তাদের কোন প্রকার সহায়তা করার নির্দেশনা দেওয়া হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবু এহসান বলেন এখনো আমরা পূর্নাঙ্গ তালিকা পাইনি। তালিকা পেলে আজ কালের মধ্যে সহায়তা প্রদান করা হবে।
রবিবারের ভাঙ্গনে ক্ষতিগ্রস্থরা হলেন কালাম ফকির,হাসিবুল ফকির,শাহিন ফকির,শেখ খবির,শেখ আলমগীর,শেখ জসিম,শেখ আলাউদ্দীন,সালাম শেখ,আবুল ইদ্্রীস,শেখ মনসুর।