ষ্টাফ রিপোর্টার: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বুধবার বিকেল ৪ টার দিকে পানিতে ডুবে শেখ ওমর(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওমর উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর সুলতানপুর ফকির ডাঙ্গীর কুয়েত প্রবাসী শেখ কুদ্দুসের ছোট ছেলে।
প্রতিবেশী গ্রাম পুলিশ সাইদুর রহমান ও পারিবারিক সূত্রে জানা যায় বেলা এগারোটার দিকে ওমর বাড়ীর উঠানে খেলতে থাকে। কাজের চাপে ওমরের কথা ভুলে যায় পরিবারের লোকজন। দুপুর ১২ টার দিকে ওমরের মা সাজেদা বেগম তাকে দেখতে না পেয়ে সকলকে জানান। এ সময় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে । বাড়ী হতে ৫০ মিটার দূরে তার চাচা ফরহাদ ও ফুপু শিউলি আক্তারের বাড়ী। এর মাঝেই রয়েছে একটি পুকুর। পুকুরের পূর্ব দিকে ছোট একটি ডোবা। অনেক সন্ধানের পর বিকেল ৪টার দিকে বাঁশ ঝাড়ের পাশের সেই ডোবায় নিথর দেহটি খুজে পায় পরিবারের সদস্যরা। পরে চরহাজিগঞ্জ বাজারে পল্লী চিকিৎসক নূরুল হকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষনা করেন। এক বোন দুই ভায়ের মধ্যে ওমর তৃতীয়।
ঘটনার খবর পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন শোকার্ত পরিবারকে সমবেদনা জানান।
Subscribe
Login
0 Comments
Oldest